২০২৫-২৬ শিক্ষাবর্ষেও কৃষি গুচ্ছে থাকছে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়

এগ্রিলাইফ২৪ ডটকম: শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও গত বছরের ন্যায় কৃষি গুচ্ছে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।

আজ ৩১অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত নয়টি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলরদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি সংশ্লিষ্ট কার্যক্রম সমাপ্তি বিষয়ে বাকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এর সভাপতিত্বে শেষ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস- চ্যান্সেলরগণ ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।