
এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-তে দীর্ঘ ১৭ বছর পর পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।এ উপলক্ষে উপাচার্যের বাণী, আলোচনা ও দোয়া শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ৭ নভেম্বর সিপাহী জনতা বিপ্লব এবং ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান হলেও উভয়ই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জাতীয় ঐক্যের প্রতীক।
তিনি বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিবসের মূল নায়ক। শহীদ জিয়া ছিলেন একজন সৎ, দেশপ্রেমিক ও দূরদৃষ্টি সম্পন্ন নেতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে অল্প সময়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের জন্য স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যে দর্শন তিনি উপস্থাপন করেছিলেন, তা আজও সমভাবে প্রাসঙ্গিক। শহীদ জিয়ার রাষ্ট্রদর্শনের মূলনীতিগুলো বাস্তবায়ন করতে পারলে দেশ দ্রুতই সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগতভাবে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাদ এশা সিকৃবি কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান হয়। দোয়া মাহফিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। এসময় পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, শাহজালাল (র.) হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ নাজমুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (অ.দা.) খসরু মোহাম্মদ সালাউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা.) গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, শারীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নেয়ামত উল্যাহ, নিরাপত্তা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
























