সিকৃবিতে রিসার্চ ক্লাবের প্রথম বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রথমবারের মতো রিসার্চ ক্লাবের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণামুখী পরিবেশকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটির খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষক প্রফেসর মার্ক ভিনি। তিনি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, গবেষণা পদ্ধতিগত উন্নয়ন, এবং তরুণ গবেষকদের সুযোগ–সুবিধা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে—বাংলাদেশের কৃষি ও ভেটেরিনারি গবেষণার সম্ভাবনা এবং বিশ্বব্যাপী গবেষণা নেটওয়ার্কে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকৃবি'র প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. মাছুদুর রহমান। তিনি রিসার্চ ক্লাবের এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা অগ্রযাত্রার নতুন দিক উন্মোচন বলে উল্লেখ করেন। তিনি বলেন, রিসার্চ ক্লাবের মাধ্যমে গবেষণার সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের আগ্রহী ও কৌতূহলী করে তুলবে।

প্যাথলজি বিভাগের পিএইচডি ফেলো ডা. এ এস এম মহিউদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. তিলক চ্ন্দ্র নাথ। আয়োজক সংশ্লিষ্টরা জানান, রিসার্চ ক্লাবের লক্ষ হলো এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি, সেমিনার–ওয়ার্কশপের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন এবং শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক সংযোগ বৃদ্ধি করা। সেমিনারে সিকৃবি'র বিভিন্ন অনুষদের ৪৫ জন এমএস ও পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা, স্যাম্পল সংগ্রহ, ডায়াগনস্টিক পদ্ধতি, এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে হাতে কলমে জ্ঞান অর্জন করেন।