
এগ্রিলাইফ২৪ ডটকম: এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সিলেট চ্যাপ্টারের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন পালন করা হয়েছে। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) কেন্দ্রীয় মসজিদে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুরআন খতম,দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, এ্যাব সিলেট চ্যাপ্টারের সভাপতি শাবিপ্রবি’র প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সিকৃবি’র জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, এ্যাব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: মাছুদুর রহমান, সিকৃবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: রুহুল আমিন, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো: মুক্তার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম ও শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ নেয়ামত উল্যাহ প্রমুখ।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সিকৃবি ভিসি বলেন, “যেকোনো ব্যক্তির জন্মদিনে তার মঙ্গল, সুস্বাস্থ্য ও উত্তম ভবিষ্যৎ কামনা করা ইসলামের সুন্দর শিক্ষা। আমরা আজ তাঁর জন্য সেই প্রার্থনাই করছি।”
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। উল্লেখ্য ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।
























