
এগ্রিলাইফ২৪ ডটকমঃচট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ সোমবার ‘প্রশাসন এবং অফিস ব্যবস্থাপনা’ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।
সকাল ৯টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার ডা. অদিতি দে মৌ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘কর্মকর্তাদের দক্ষতাবৃদ্ধির মাধ্যমে দাপ্তরিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নই এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার মুখ্য উদ্দেশ্য। একজন কর্মকর্তাকে তার কাজ সম্পর্কে অবগত থাকতে হবে। প্রফেশনালিজম থাকতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।’
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার ছয়টি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম এবং পরিচালক (অর্থ ও হিসাব) মো: আবুল কালাম।
























