খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডিকেআইবি পাবনা জেলা শাখার দোয়া মাহফিল

মোঃ গোলাম আরিফঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ০৩ ডিসেম্বর বাদ আছর ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, পাবনা জেলা শাখা এ দোয়ার আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবু সাঈদ সেখ, সভাপতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, পাবনা জেলা শাখা। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ পাবনা জেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু ছাইদ শিখন, পাবনা সদর উপজেলা সভাপতি মোঃ কামরুজ্জামান ও পাবনা জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ অন্যান্য দপ্তরে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদগণ।

হাফেজ মাওলানা মোঃ সোরহাব উদ্দিন, ইমাম, জান্নাতুল মাওয়া জামে মসজিদ এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ প্রার্থনা করেন।