
এগ্রিলাইফ২৪ ডটকম:অদ্য ০৯/১২/২০২৫ তারিখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের লেভেল-১, সেমিস্টার-১/২০২৫ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। লেভেল-১ এর শিক্ষার্থী জিসান মাহমুদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ নাবিব হোসেন এবং ফাহমিদা আক্তার তাঁদের অনুভূতি ও অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, “তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশে কম্বাইন্ড ডিগ্রি (এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন) প্রবর্তনের পথিকৃৎ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আজ থেকে তোমরা নিজেরাই তোমাদের অভিভাবক এই অনুভূতি হৃদয়ে ধারণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেদের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, ডিন (এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট) অধ্যাপক মোঃ জাকির হোসেন, পরিচালক—ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অধ্যাপক ড. নাজনীন সুলতানা, পরিচালক সাউরেস অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ এবং বেগম রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম । অনুষ্ঠানে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
























