
বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স, বাংলাদেশ এর ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে খালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শাকিব আহমেদ মনোনীত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে কৃষি অনুষদের ডিন অফিসে কমিটির আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের আহ্বায়ক আব্দুল্লা আল মুন্নার সভাপতিত্বে এবং আশিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম, কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহমদ খায়রুল হাসানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন ইফরান ইউসুফ শিহাব, শামীমা আক্তার, মিথিলা আক্তার তমা ও আইরিন রহমান প্রমি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. সাইদুর রহমান, হুমায়রা ইসলাম, হাবিউল্লাহ হাবিব ও আলী আহসান অপূর্ব।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ছাব্বির হোসেন রিজন, খাদিমুল ইসলাম জিহান, শাজনীন আক্তার তৃশা ও মমতাজ জাহান মুক্তি। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক পদে আলিনূর রহমান, উপ-দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নাঈম, প্রচার সম্পাদক পদে এ টি এম তাহমিদ, উপ-প্রচার সম্পাদক পদে আশহাব নাহীন রওনক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. কাউসার আহমেদ মিজান এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে মো. আসিফ শামস আকাশ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মো. তাওহীদ আল আবিদ, নুসরাত-ই-জাহান এশা, তৌহিদা জাহান রিপা, মো. আশিকুর রহমান সোহান, মোছা. মুর্শিদা খাতুন, নাজমুল আলম নোবেল ও সৌরভ তাম্বুলি।
বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, গ্রামের একজন সাধারণ কৃষককে সাহায্য করার জন্য এটি একটি অসাধারণ সংগঠন। তবে সংগঠনটির কার্যপরিধি বৃদ্ধির জন্য দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কৃষিবিষয়ক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের যুক্ত করার চেষ্টা করতে হবে।
























