
বাকৃবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তার দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) এশা নামাজের পর রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়ার আয়োজন করে শাখা শিবির। এসময় ওসমান হাদির সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাখা শিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা, সেক্রেটারি আবদুল্লাহ আল মঈনসহ সংগঠনটির পঞ্চাশের অধিক নেতাকর্মীরা।
শাখা শিবিরের সেক্রেটারি আবদুল্লাহ আল মঈন বলেন, 'ভারতীয় আধিপত্যবিরোধী দৃঢ় অবস্থানের জন্য সুপরিচিত, জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক এবং চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সাহসী কণ্ঠ ওসমান হাদি কুচক্রী মহলের পরিকল্পিত বুলেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং ন্যায় ও সত্যের পক্ষে তার সংগ্রামকে শক্তিশালী করে দেন,আমীন।'
উল্লেখ্য, আজ জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে এলাকায় মোটরসাইকেলযোগে দুইজন অজ্ঞাত সন্ত্রাসী শরীফ ওসমান বিন গুলিবর্ষণ করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাত ৮ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা খুবই আশংকাজনক।
























