
এগ্রিলাইফ২৪ ডটকম: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্রি'র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অংশ নেয়ার আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন পতাকা উত্তোলন ও মোনাজাত উপকমিটির আহবায়ক এবং ব্রির কৃষি অর্থনীতি বিভাগের সিএসও ও প্রধান জনাব মো. সাইফুল ইসলাম। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।
সকালে ব্রি মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বহিরাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ব্রি'র মহাপরিচালক। পরে ব্রির অবসরপ্রাপ্ত ও কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসব কর্মসূচীতে ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, মহান বিজয় দিবস উদ্যাপন কমিটির আহবায়ক এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নজান খানম, মহান বিজয় দিবস উদ্যাপন কমিটির সদস্য সচিব ও রাইস ফার্মিং সিস্টেমস্ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম, মহাপরিচালকের সহধর্মিনী ফারজিয়া আহমেদ সিম্মি, পরিচালক (গবেষণা) এর সহধর্মিনী নাছরিন পারভীনসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ব্রির জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে (মন্দির, গীর্জা ও প্যাগোডা) প্রার্থনার আয়োজন করা হয়। ব্রি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষে ব্রি হেফজখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ব্রির সদর দপ্তরের গুরুত্বপূর্ণ ভবন ও সড়কগুলোতে তিন দিন ব্যাপী আলোকসজ্জ্বা করা হয়েছে। এছাড়া ব্রির অফিস এলাকার সড়কদ্বীপে রংবেরংয়ের পতাকা দিয়ে সাজানো হয়েছে।
























