
এগ্রিলাইফ২৪ ডটকম: আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এটি কোন সাধারণ দিন নয়, এই বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে সর্বোচ্চ অর্জন। ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও লাল সবুজের পতাকা।
মহান বিজয় দিবসের সুবর্ণ স্মৃতিচারণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হন। উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয় বিজয় শোভাযাত্রা। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। শোভাযাত্রায় অংশগ্রহণ করে জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে ৩০ লক্ষ শহীদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় সকলের মাঝে প্রচার করা হয় উপাচার্যের বাণী। এরপর মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এই মহান বিজয় দিবসে আমাদের প্রত্যয় হোক মানুষে মানুষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুশাসিত, ন্যায়বিচারপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং ন্যায়, সত্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনাই হোক আমাদের অঙ্গীকার। সন্ধ্যা ৬:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রান্ড নবাব রেস্টুরেন্টে আয়োজন করা হয় বার্ষিক প্রীতিভোজের। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের মূল্যবোধকে সম্মান জানান।
























