
এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন আঙ্গিকে আইডি কার্ড প্রদান করা হয়েছে। আজ ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) বিকাল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট ১১১৫ জনকে এই আইডি কার্ড প্রদান করা হয়। এর মধ্যে ২৯৫ জন শিক্ষক, ২৮৭ জন কর্মকর্তা এবং ৫৩৩ জন কর্মচারী রয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সূচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, এই আইডি কার্ড প্রণয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একটি আধুনিক ডেটাবেজ ব্যবস্থার শুভ সূচনা হলো। ভবিষ্যতে এই ডেটাবেজের তথ্য ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়মিত আইডি কার্ড পরিধান করে অফিস কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানান।
আইডি কার্ড মুদ্রণ কমিটির আহ্বায়ক ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মোঃ নূর উদ্দীন মিয়া, ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, টিএসসি’র পরিচালক অধ্যাপক মোঃ আক্তার হোসেন, লাইব্রেরিয়ান ড. মোঃ আনোয়ারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার আসাদুজ্জামান কিটনসহ বিশ্ববিদ্যালয়ের ৮৬টি বিভাগ, দপ্তর ও শাখার প্রধানগণ।
























