রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৬টায় রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাবের বার্ষিক সভা রাজশাহী সাধারণ গ্রন্থাগার, মিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে রোটারি প্রার্থনা পাঠ করেন ক্লাবের সিপি রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু। অতঃপর পিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ বার্ষিক সভার সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন, যা ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাস হয়।

ক্লাবের সিপি নান্নু ২০২৬-২৭ রোটারি বছরের জন্য প্রেসিডেন্ট মনোনয়ন ও সম্পাদকীয় বোর্ডের নামের তালিকা উপস্থাপন করেন, যা সদস্যদের ভোটে অনুমোদন লাভ করে। কোষাধ্যক্ষ রোটারিয়ান ড. তাহসিনা শামীম তাসু ক্লাবের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। ক্লাব ডিরেক্টর (সদস্য) রোটারিয়ান প্রফেসর ড মো জালাল উদ্দিন সরদার ক্লাবের গঠনতন্ত্র সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

সভায় সর্বসম্মতিতে রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. শরীফুল হককে ক্লাবের ২০২৭-২৮ সালের জন্য প্রেসিডেন্ট-মনোনীত হিসেবে নির্বাচিত হন। ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত বোর্ডের সদস্যরা হলেন: প্রেসিডেন্ট: রোটারিয়ান মো. রফিকুল ইসলাম রিপন; সম্মানিত সম্পাদক: রোটারিয়ান ড. মো. গোলাম মাওলা ও কোষাধ্যক্ষ: রোটারিয়ান মো. রেজিউর রহমান।

উক্ত সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোহনা ও রোটারিয়ান মো. আতিকুর রহমান। আয়োজকের দায়িত্বে ছিলেন মো. নজরুল ইসলাম ও মো. মনিুরুজ্জামান উজ্জল।

সভাটি রোটারি ক্লাবের গতিশীলতা ও সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয়।