
এগ্রিলাইফ২৪ ডটকম: উত্তরাঞ্চলের তীব্র শীত মোকাবিলায় দুঃস্থ ও প্রান্তিক পরিবারের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল। অস্ট্রেলিয়ার 'অসি বাংলা স্মাইল'-এর অনুদানে এবং রোটারি ক্লাব অব ঢাকার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রফিকুল ইসলাম রাওলির সহযোগিতায় আজ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ ২৮ ডিসেম্বর'২৫ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহীর তিনটি রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হয়। এগুলো হলো: পবা উপজেলার আরসিসি পুকুরিয়া হোপ ও আরসিসি নারিকেলবাড়িয়া কানেক্ট এবং মতিহার থানার প্রস্তাবিত আরসিসি ইকো ফুলতলা। মোট ৫০টি উষ্ণ কম্বল ও শাল বিতরণ করা হয় নিবিড় শীতে কাঁপতে থাকা পরিবারের মধ্যে।
প্রোগ্রাম চেয়ার ও প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান মো. রফিকুল ইসলাম রিপন-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, সিপি হাসিবুল হাসান নান্নু এবং কোষাধ্যক্ষ রোটারিয়ান ডা. তাহসিনা শামীম তাসু। তারা রোটারির সামাজিক দায়বদ্ধতা ও সমাজসেবার মূলমন্ত্র নিয়ে আলোচনা করেন।
রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) সম্প্রদায়ের নেতারা তাদের কৃতজ্ঞতা জানান। আরসিসি পুকুরিয়া হোপের প্রেসিডেন্ট সেলিনা বেগম, আরসিসি নারিকেলবাড়িয়া কানেক্টের সম্পাদক রফিক এবং প্রস্তাবিত আরসিসি ইকো ফুলতলার প্রেসিডেন্ট মো. তোফাজ্জল ইসলাম তোফা রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাবকে ধন্যবাদ জানান এবং এই মহতি উদ্যোগের জন্য অস্ট্রেলিয়ার 'অসি বাংলা স্মাইল '-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময়োপযোগী সহায়তা রাজশাহী অঞ্চলের শীতার্ত পরিবারগুলোর জন্য একান্ত প্রয়োজনীয় তাপাণু প্রদান করবে।
























