বাকৃবি’র ২০২৬ সনের দেয়াল ক্যালেন্ডার ও ডেস্ক ক্যালেন্ডার প্রকাশ

ক্যাম্পাস ডেস্ক:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সনের দেয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার ও টেবিল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) সকাল ৯.৪৫ মিনিটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এর বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় ক্যালেন্ডার মুদ্রণ কমিটির সভাপতি মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, সদস্য প্রফেসর ড. মোঃ খাইরুল হাসান, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুল আলম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির এবং সদস্য-সচিব জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ জনসংযোগ ও প্রকাশনা দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া যথাসময়ে ২০২৬ সনের ক্যালেন্ডার মুদ্রণ কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দসহ জনসংযোগ ও প্রকাশনা দফতরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।