ইসলামিক ডেস্ক: একজন মুসলমানকে ভালো মানুষ হতে হলে তাকে প্রথমে ইসলামের প্রকৃত গুণাবলী ধারণ করতে হবে। সমাজে আমরা নানা বর্ণের নানা ধর্মের নানা গোত্রের মানুষ বসবাস করি। ইসলামের শিক্ষাই হলো সকলের সাথে মানবিক আচরণ করা। হাদিসে বলা হয়েছে, ‘তোমরা প্রকৃত মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার পরস্পরকে ভালোবাসতে না পারা পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না’। (বুখারি ও মুসলিম)।
প্রতিটি মানুষ সে মুসলিম হোক বা অমুসলিম, নারী হোক কিংবা পুরুষ, মানুষ হিসেবে মহান আল্লাহ তাকে বিশেষ সম্মান ও মর্যাদা দান করেছেন। আল্লাহতায়ালা বলেন, ‘আমি মানবজাতিকে মর্যাদাবান করেছি, আমি তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি; তাদের উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি আমার সৃষ্টিজগতের অনেকের ওপর।’ (সুরা বনি ইসরাইল : ৭০)।
আমাদের প্রিয় নবী (সা.) জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতেন। একবার আমাদের মহানবীর পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি ওই লাশের সম্মানে দাঁড়িয়ে গেলেন। তাকে বলা হলো, লাশটি তো একজন ইহুদির। মহানবী (সা.) বললেন, সে কি মানুষ নয়? (মুসলিম : ৯৬১)।
আসুন আমরা আমাদের সমাজে আমাদের প্রিয় নবী (সা.)-এর আদর্শ অনুযায়ী কাজ করি। মহান রাব্বুল আলামিনের নির্দেশিত পথে চলার চেণ্টা করি। নিশ্চয়ই মহান রব আমাদের সকলের জীবনে অশেষ রহমত বর্ষণ করবেন।-আমিন