পবিত্র হজ একটি আত্মিক পরিশুদ্ধির সুযোগ

ইসলামিক ডেস্ক: বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাত্রা শুরু করেছেন দেশের হজযাত্রীরা। ধর্মপ্রাণ মুসলমানদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজ যা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং শারীরিক, মানসিক ও ধর্মীয়ভাবে প্রস্তুতির এক সমন্বিত প্রয়াস।

ধর্ম মন্ত্রণালয় এবং হজ অফিসের তত্ত্বাবধানে প্রতিটি হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, আবাসন, পরিবহন ও জরুরি সহায়তা নিশ্চিত করা হচ্ছে। সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকেও যেকোনো প্রয়োজনে সহায়তা মিলবে।

পবিত্র হজ একটি আত্মিক পরিশুদ্ধির সুযোগ। সঠিক প্রস্তুতি, ধৈর্য ও আন্তরিকতা নিয়ে এই ইবাদতে অংশগ্রহণ করলে তা জীবন পরিবর্তনকারী হয়ে উঠতে পারে। মহান রাব্বুল আলামিন সকল হাজিদের নিয়্যত কবুল করুন।-আমিন