ইসলামের মহৎ শিক্ষা "যুদ্ধ নয়, শান্তি হোক পথের দিশা"

ইসলামিক ডেস্ক: ইসলাম একটি শান্তির ধর্ম, যার মূল উদ্দেশ্যই হলো শান্তি প্রতিষ্ঠা এবং মানবকল্যাণ নিশ্চিত করা। কুরআন ও হাদীসের অসংখ্য বাণীতে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ইসলাম এমন একটি জীবনব্যবস্থা যেখানে যুদ্ধ নয়, বরং শান্তিপূর্ণ সমাধানকে প্রাধান্য দেওয়া হয়।

বর্তমানে বিশ্বে যেসব সংঘাত চলমান, তার মধ্যে অন্যতম হলো ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে প্রতিনিয়ত, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি ও স্বপ্ন। একইসাথে পাক-ভারত সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে, যার প্রভাব আমাদের দেশেও আতঙ্কের সৃষ্টি করছে। তবে প্রশ্ন উঠছে—যুদ্ধই কি একমাত্র উপায়?

ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, "যদি তারা শান্তির প্রতি ঝুঁকে, তবে তুমিও শান্তির দিকে ঝুঁকো এবং আল্লাহর উপর ভরসা করো।" (সূরা আনফাল, আয়াত ৬১)। এই আয়াতে প্রতিফলিত হয়েছে ইসলামের শান্তিপূর্ণ অবস্থান।

বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এখন সময় এসেছে সকল পক্ষকে শান্তিপূর্ণ সংলাপে বসার। একমাত্র পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধই পারে একটি শান্তিময় বিশ্ব গড়তে।

বিশ্ববাসীকে তাই ইসলামের এই মহৎ শিক্ষা স্মরণ করিয়ে দিচ্ছে সময়—যুদ্ধ নয়, শান্তি হোক পথের দিশা।