শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে ১২শ কপি পবিত্র কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বাংলা অনুবাদসহ ১২শ কপি কুরআন বিতরণ করা হয়। এছাড়াও কুরআন দিবসের পটভূমি নি‌য়ে একটি পোস্টারও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একটি অস্থায়ী তাবু স্থাপন করে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এসময় শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী‌দের স্বর্তঃস্ফূর্ত অংশগ্রহনও লক্ষ‌্য করা যায়।

ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবা সাদিয়া বলেন, “পবিত্র কুরআন মুসলিমদের প্রাণশক্তি। এর মধ্যেই জীবনের সব দিকনির্দেশনা রয়েছে। আজকের এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীরা কুরআনের সংস্পর্শে আসছে এবং পড়তেও আগ্রহী হচ্ছে। এখান থেকে আমিও একটি কুরআন আমার মায়ের জন্য নিয়েছি।”

বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে ক্যাম্পাসে একটি সুন্দর, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায়। তা‌দের কা‌ছে আমরা পরামর্শ নি‌চ্ছি কিভা‌বে আরো শিক্ষার্থীবান্ধব কাজ করতে পারি। সেই আলোকে আমরা ক্যাম্পাসে কর্মসূচি সাজাবো এবং বাস্তবায়ন করব। শিক্ষার্থী‌দের যে‌কোন সমস‌্যা সমাধা‌নে বাকৃ‌বি ছাত্র শি‌বির তা‌দের সা‌থে কাজ কর‌বে।