"পবিত্র কোরআনের আলোয় গড়ে উঠুক সুন্দর পরিবার ও সমাজ"

ইসলামিক ডেস্ক: পবিত্র কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য পরিপূর্ণ জীবনবিধান। এটি মানুষের শিক্ষা, শান্তি ও কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছে। কোরআনের নির্দেশনাগুলো মেনে চললে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব স্তরেই প্রতিষ্ঠিত হয় শান্তি, ন্যায়বিচার ও সম্প্রীতি।

মহা পবিত্র আল কোরআনে পরিবার গঠন, সামাজিক দায়িত্ব, নৈতিকতা, অর্থনৈতিক ভারসাম্য ও শাসনব্যবস্থার মতো বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। যেমন:
পরিবারে সন্তানের প্রতি সদাচরণ, পিতামাতার সম্মান ও স্ত্রীর অধিকার সংরক্ষণের তাগিদ দেওয়া হয়েছে। অনুরূপভাবে সমাজ: পারস্পরিক সহযোগিতা, অসহায়ের সাহায্য ও সুবিচার প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র নেতৃত্বে যোগ্যতা, জবাবদিহিতা ও জনগণের কল্যাণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, "যে সৎপথ অবলম্বন করে, সে নিজের জন্যই তা করে; আর যে পথভ্রষ্ট হয়, তার ক্ষতিও নিজের উপরেই বর্তায়।" (সূরা জুমার: ৪১)। তাই প্রত্যেক ব্যক্তির উচিত কোরআনের আলোকে জীবন গড়ে তোলা এবং অন্ধকার থেকে দূরে থাকা।

ইসলামিক স্কলাররা বলেন, "কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এর নির্দেশনা মেনে চললে ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে সমৃদ্ধি আসবে।" আসুন, পবিত্র কোরআনের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে সুন্দর পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। এর মাধ্যমেই আমরা অর্জন করতে পারি আল্লাহর সন্তুষ্টি ও বিশ্বশান্তি।-মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর জীবন গড়ে তোলার তাওফিক দিন।-আমিন