ধৈর্য ও সহনশীলতা: ইসলামের এক চিরন্তন শিক্ষা

ইসলামিক ডেস্ক: বর্তমান সময়ের সামাজিক অস্থিরতা, পারিবারিক টানাপোড়েন ও বৈশ্বিক সংকটের মধ্যেও ইসলামের একটি অমোঘ শিক্ষা হয়ে দাঁড়িয়েছে "সবর" বা ধৈর্য এবং "হিলম" বা সহনশীলতা। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন” (সূরা আল-বাকারা: ১৫৩)।

রাসূলুল্লাহ সা: বলেন, “ধৈর্যের গুণটি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতগুলোর একটি” (সহিহ বুখারি)। আজকের সমাজে যেখানে হিংসা, প্রতিশোধ ও অস্থিরতা বাড়ছে, সেখানে একজন প্রকৃত মুসলিমের পরিচয় হয় তার ধৈর্য ও সহনশীল আচরণে। পারিবারিক সম্পর্ক হোক বা সামাজিক দ্বন্দ্ব সব ক্ষেত্রেই ইসলামের এই শিক্ষা শান্তি ও সংযমের বার্তা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্টকে সহ্য করা ও প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরা এটাই একজন মুমিনের আসল শক্তি। সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে ধৈর্য ও সহনশীলতার এই গুণাবলি বাস্তব জীবনে প্রয়োগ করাই আজ সময়ের দাবি।-আমিন