মাপে ও ওজনে কম দেওয়া: ইসলামে গুরুতর অপরাধ

ইসলামিক ডেস্ক: ইসলাম ধর্মে ন্যায়বিচার ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। বাণিজ্য ও দৈনন্দিন লেনদেনেও ইসলামের এই নীতিমালা কঠোরভাবে প্রযোজ্য। অথচ আজকাল বাজারে ও ব্যবসা-বাণিজ্যে অনেকেই মাপে ও ওজনে কম দেওয়ার প্রবণতায় লিপ্ত, যা ইসলামী শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী।

পবিত্র কুরআনের সূরা আল-মুতাফ্‌ফিফীন-এ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, "ধ্বংস তাদের জন্য, যারা মাপে কম দেয়। যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় নেয়, কিন্তু অন্যকে দেওয়ার সময় কম দেয়।" (আয়াত ১-৩)। এটি শুধু অর্থনৈতিক প্রতারণা নয়, বরং এক ধরনের সামাজিক অবিচারও, যা সমাজে অসন্তোষ ও অবিশ্বাসের জন্ম দেয়।

নবী মুহাম্মদ (সা.) সতর্ক করে বলেছেন, "যে প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।" ইসলাম শুধু নামাজ, রোযা নয়, বরং জীবনের প্রতিটি দিকেই সততা ও ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠা করতে বলে। তাই একজন প্রকৃত মুসলমানের উচিত প্রতিটি লেনদেনে সততা বজায় রাখা এবং অন্যের হক নষ্ট না করে সমাজে শান্তি ও ন্যায়ের পরিবেশ গড়ে তোলা।