ইসলামিক ডেস্ক: ফলমূল, শস্যদানা কিংবা জমিনে উৎপাদিত প্রতিটি জিনিসই মহান আল্লাহর অগণিত নিয়ামতের অংশ। আল্লাহ তায়ালা তাঁর অসীম ক্ষমতায় আকাশ-জমিনের সবকিছু মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও প্রায়শই এই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে।
পবিত্র কুরআনে আল্লাহ বারবার মানুষকে তাঁর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং অকৃতজ্ঞ না হওয়ার নির্দেশ দিয়েছেন। হাদিস শরিফেও রাসূলুল্লাহ (সা.) আমাদের শিখিয়েছেন, আল্লাহর দানকৃত প্রতিটি অনুগ্রহকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে হবে এবং তা আল্লাহর পথে ব্যবহার করতে হবে।
ধর্মীয় আলেমরা বলেন, প্রকৃত মুমিন সেই ব্যক্তি, যে আল্লাহর দেওয়া প্রতিটি দানকে নিয়ামত হিসেবে স্বীকার করে এবং সর্বদা শোকর আদায় করে। অকৃতজ্ঞতা মানুষের অন্তরে শান্তি কেড়ে নেয়, আর কৃতজ্ঞতা আল্লাহর রহমত বাড়িয়ে দেয়। আসুন আমরা সকলে মহান রবের নিয়ামতকে কৃতজ্ঞ চিত্তে ব্যবহার করি। কারণ তিনি অসীম দয়ালু ও ক্ষমাশীল।-আমিন