জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম:আজ সোমবার (০৫ জানুয়ারি, ২০২৬) সকাল সাড়ে ১১টায় স্প্রিং-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা ও ত্রিপলি বিভাগের সহযোগী অধ্যাপক সনেট কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। প্রধান অতিথি প্রফেসর ড. খায়ের জাহান সোগরা ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও নবাগত ছাত্র ছাত্রীদের শুভকামনা জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুল খালেক, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আকতারুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. শাহিদুর রহমান খান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মশহুদ উজ জামান, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এবং গীতা থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে নবীন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। এরপর বর্তমান শিক্ষার্থীদের হাত থেকে উপহার ও ফুল গ্রহণের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এরপর বিশেষ অতিথিগএকে একে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড জসিম উদ্দিন নবীনদের স্বাগত জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যৎ কর্মক্ষেত্রের প্রস্তুতির জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। আজ এখানে পদার্পনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের সারা জীবনের যোগাযোগ তৈরি হয়ে গেল। একাডেমিক পড়াশোনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, আধুনিক প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ গ্রহণ করতে হবে। তোমাদের আরও বেশি সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রভোস্টবৃন্দ ও কর্মকর্তাগ। অনুষ্ঠানের সভাপতি সনেট কুমার সাহার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।