
এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং পূবালী ব্যাংক পিএলসি এর মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ৫ জানুয়ারি (সোমবার) সিকৃবি'র ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং পূবালী ব্যাংক পিএলসি এর মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পূবালি ব্যাংকের সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার চৌধুরী মো: শফিউল হাসানের সভাপতিত্বে সমঝোতা চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ, পূবালী ব্যাংক পি এল সি এর কার্ড ডিভিশন প্রধান এন এম ফিরোজ কামাল এবং সিলেট পূর্ব, পশ্চিম ও মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় উভয় পক্ষ সম্ভাব্য যৌথ কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। এসময় সিকৃবি'র ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, সহজ ব্যাংকিং ও সবার জন্য সহজ সেবা সময়ের দাবি। আমরা চাই এমন একটি ব্যাংকিং ব্যবস্থা, যেখানে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই স্বাচ্ছন্দ্যে ও ঝামেলাহীনভাবে সেবা গ্রহণ করতে পারবেন। হিসাব খোলা, বেতন-ভাতা ও শিক্ষার্থীদের স্টাইপেন্ড গ্রহণ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং, এটিএম ও কার্ড সেবা সবকিছু যেন হয় আরও সহজ, দ্রুত ও নিরাপদ।
























