
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) প্রকাশিত বার্ষিক স্মরণিকা ‘অন্বেষণ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে বার্ষিক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
এসময় উপাচার্যের হাতে স্মরণিকা তুলে দেন বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি হাবিবুর রহমান রনি ও সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ।
জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখার পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও স্মরণিকা সম্পাদনা কমিটির আহ্বায়ক মো. আমান উল্লাহ বলেন, এ বছর বাকৃবি সাংবাদিক সমিতির স্মরণিকার নাম দেওয়া হয়েছে ‘অন্বেষণ’। এটি বাকৃবির সাংবাদিকতার ধারাবাহিক চর্চা ও অনুসন্ধানী মননের প্রতিফলন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিকদের এক বছরের অর্জন, অভিজ্ঞতা ও চিন্তাভাবনার সংকলন তুলে ধরা হয়েছে। স্মরণিকাটি প্রস্তুতে শিক্ষক, সাংবাদিক ও স্মরণিকা বাস্তবায়ন কমিটির সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে বাকৃবিসাস আরও মানসম্মত ও গবেষণাধর্মী প্রকাশনার মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতাকে এগিয়ে নিতে চায়। স্মরণিকা প্রকাশে সহযোগিতাকারী শিক্ষক, বিজ্ঞাপনদাতা, গবেষণা প্রতিষ্ঠান, কোম্পানি, রেস্তোরাঁ ও ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
























