এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ২৪ জুলাই ২০২৫ "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদে এক বর্ণাঢ্য ও তথ্যবহুল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিবসটি বাংলাদেশের সমুদ্র ও অন্তঃস্থলীয় জলজসম্পদের টেকসই ব্যবস্থাপনা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতে প্রযুক্তির ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ গুরত্ব বহন করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন ও প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। এতে আরও মৎস্য সংশ্লিষ্ট অধিদপ্তরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও গবেষণার ব্যবহারকে উৎসাহিত করা। সমুদ্রসম্পদের সংরক্ষণ এবং তরুন প্রজন্মকে জলজ পরিবেশ ও পেশাভিত্তিক দক্ষতায় উদ্বুদ্ধ করা।
মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, 'আমাদের দেশে মৎস্য খাত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ খাততে এগিয়ে নিতে হলে গবেষণা প্রযুক্তির প্রয়োগ এবং জনসচেতনতার কোন বিকল্প নেই। এ দিবসটির তাৎপর্য তরুন শিক্ষার্থীদের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন'।
অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ ও প্রধান অতিথির বক্তব্যেও মৎস্য খাতের টেকসই উন্নয়নের উপর জোর দেওয়ার ব্যাপারে বিশেষ তাগিদ দেন এবং এই খাতের উন্নয়নে এই অনুষদের গবেষকদের গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগানোর ব্যাপারে উৎসাহিত করেন। মৎস্য অধিদপ্তর, সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম এর প্রতিনিধি এবং ইয়ন অ্যাকুয়াকালচার গ্রুপ এর কর্মকর্তাদের অংশগ্রহণ এবং তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে আয়োজন সমৃদ্ধ হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস বিগত পাঁচ দশকেরও বেশি সময় ধরে এবং নতুন প্রতিষ্ঠিত বিভাগসমূহকে নিয়ে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ সামুদ্রিক ও মিঠা পানির জীববৈচিত্র্য, মৎস্য প্রযুক্তি এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে।
বিপুল সংখ্যক শিক্ষার্থী, আগ্রহী শ্রেণি-পেশার লোক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং তৎপরবর্তী মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের মূলপর্ব মৎস্যবিষয়ক সেমিনার শুরু হয়। উক্ত সেমিনারে উপস্থাপিত প্রবন্ধসমূহে বাংলাদেশের মৎস্য খাতের বিভিন্ন দিক নিয়ে গবেষণালব্ধ ফলাফল নিয়ে বিস্তারিত উন্মুক্ত আলোচনা শেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।