
এগ্রিলাইফ২৪ ডটকম:গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুবসমাজ ও সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ভোটার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, পেকুয়া-এ "ভোটার এডুকেশন: যুব অরিয়েন্টেশন ও মক ভোটিং" এবং পহরচাদা জলদাশ পাড়া ও পেকুয়া শেখের কিল্লা ঘোনা পাড়ায় ”পথ নাটক” শীর্ষক সচেতনতামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
দাতা সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস) এর সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইএসডিই বাংলাদেশ‘র উদ্যোগে কাযর্ক্রম চালোনো হচ্ছে।
কর্মসূচির অংশ হিসাবে রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আয়োজিত যুব অরিয়েন্টেশন সভায় ভোটার হিসেবে নাগরিকের দায়িত্ব, ভোটদান প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং নির্বাচনকালীন ভ্রান্ত তথ্য (মিস ইনফরমেশন) থেকে সচেতন থাকার বিষয়গুলো আলোচনা করা হয়। পাশাপাশি মক ভোটিং কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তব ভোট প্রদানের প্রক্রিয়া হাতে-কলমে অনুশীলনের সুযোগ দেওয়া হয়, যা বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এতে প্রথমবার ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভোটদানে আগ্রহ তৈরি হয়েছে। যুব অরিয়েন্টেশনে কলেজের ৭০ জনের অধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।
এছাড়া একই দিনে পেকুয়া শেখের কিল্লা ঘোনা ও পহরচাদা জলদাশ পাড়ায় পথ নাটক ও লোকজ গানের মাধ্যমে ভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও সচেতন ভোটারের ভূমিকা সহজ ও প্রাণবন্তভাবে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করা হয়। নাটক ও লোকজ গানের প্রোগ্রাম দুইটি উপস্থিত দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে এবং ভোটার এডুকেশন বার্তাকে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সহায়ক হয়। সাংস্কৃতিক অনুষ্টানে এলাকার প্রায় ৩০০জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান গুলিতে উপস্থিত ছিলেন আইএফইএস-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোমানা আমিন অর্চি, আইএফইএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, আইএসডিই নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, আইএসডিই প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাংগীর আলম, মনিটরিং অফিসার সুমপম বডুয়া, রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, প্রভাষক মঈন উদ্দিন, প্রভাষক মোঃ নুরুল আমিন, মোঃ কামাল উদ্দিন, শহিদুল ইসলাম, জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজই একটি দেশের গণতন্ত্রের মূল শক্তি। সচেতন ও দায়িত্বশীল ভোটার তৈরির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, এ ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা গণভোট বিষয়ে ব্যাপক সচেতনা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। সকল নাগরিক যাতে ভোট প্রদান করতে পারে, কেউ যাতে বাদ না যায়, সেজন্য সমাজের ব্যাপক জনগোষ্টিকে সচেতন করার লক্ষেই এ কর্মসুচীর আয়োজন করা হয়। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ভোটার এডুকেশন সংক্রান্ত লিফলেট ও তথ্যবহুল উপকরণ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় যুবসমাজ ও সাধারণ জনগণের মাঝে ভোটার সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
























