ভেটেরিনারি সেক্টরে নতুন দিগন্তের সূচনা: আর.আর.পি ফার্মাসিউটিক্যালস্ (ভেটেরিনারি)-এর বর্ণাঢ্য উদ্বোধন

এগ্রিলাইফ প্রতিনিধি: আর.আর.পি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি)-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান ১৬ জানুয়ারি ২০২৬ ইং, রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় পাবনার ঈশ্বরদী উপজেলার সরইকান্দি, মুলাডুলি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা।

মোঃ মনিরুল আলম, চেয়ারম্যান আর.আর.পি. গ্রুপ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ষ্বাগত বক্তব্য রাখেন মো: আজমল হোসেন, পরিচালক, আর.আর.পি. গ্রুপ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডা. সুকান্ত ভৌমিক (মার্কেটিং ম্যানেজার) এবং মাজহারুল ইসলাম এজিএম (প্রশাসন)। আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি)-এর সিইও Mark Sg Kim বিশেষ উৎপাদন প্রক্রিয়া,মান নিয়ন্ত্রণ, ইনোভেটিভ পণ্য উৎপাদন ইত্যাদি বিষয়গুলি চমৎকার প্রেজেন্টেশন আকারে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফ হোসাইন, পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা। প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ড. এ. বি. এম. খালেদুজ্জামান (পরিচালক, উৎপাদন), ড. শেখ শাহিনুর ইসলাম (উপপরচিালক, প্রাণিস্বাস্থ্য শাখা), ডাঃ সাখাওয়াত হোসেন (উপপরচিালক, মানব সম্পদ উন্নয়ন), জনাব মোঃ শরীফুল হক (উপপরচিালক, খামার শাখা), ডাঃ মোঃ তারেক হোসেন (উপপরিচালক, প্রশাসন), আর.আর.পি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনছুর আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর.আর.পি ফার্মাসিউটিক্যালস (ভেটেরিনারি) দেশের ভেটেরিনারি সেক্টরে মানসম্মত ও নিরাপদ প্রাণিস্বাস্থ্য পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তি ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত ভেটেরিনারি ঔষধ ও পণ্য প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে দেশীয় ভেটেরিনারি শিল্পের সক্ষমতা বৃদ্ধি, আমদানি নির্ভরতা কমানো এবং প্রাণিস্বাস্থ্য সেবাকে আরও সহজলভ্য করার মাধ্যমে টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা ।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস)-এর বিভিন্ন জেলা ও উপজেলার র উর্ধতন কর্মকর্তাবৃন্দ, আর.আর.পি. গ্রুপ-এর সিইও ডা. জুয়েল কাদির, জেনারেল ম্যানেজার ডা.মোহাম্মদ মনিরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া সারা দেশ থেকে আগত আর.আর.পি. গ্রুপ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কেমিস্ট, খামারি মিলে প্রায় দুই সহস্রাধিক ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।