
মো: এমদাদুল হক: গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার "Building Climate Resilient Livelihoods in Vulnerable Landscapes in Bangladesh"(BCRL) প্রকল্পের আওতায় প্রধান অতিথি থেকে বেড প্লান্টারের মাধ্যমে গম বীজ বপন, বেড প্লান্টার বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন এবং কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় সভা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন বলেন, দেশের কৃষি এখন পরিবর্তন হচ্ছে। আধুনিক কৃষিযন্ত্র ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে, ফলন বাড়িয়ে কৃষকদের আয় নিশ্চিত করতে হবে। বেড প্লান্টার প্রযুক্তি গম চাষে পানির সাশ্রয়ী, সার ব্যবহারের এবং ফলন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর হবে।
তিনি আরও বলেন, রাজশাহী অঞ্চল শস্য উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এখানে আধুনিক যন্ত্র ও প্রশিক্ষিত কৃষক তৈরি করতে পারলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষি হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। এছাড়াও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ ও প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন তিনি। মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে আধুনিক জাত নির্বাচন, সঠিক সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন এবং উৎপাদন খরচ কমানোর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
মাঠপর্যায়ে পরিদর্শন শেষে কৃষকদের সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক বলেন, কৃষকদের হাতে আধুনিক যন্ত্র তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মাঠপর্যায়ে প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে রাজশাহী বিভাগে চলমান সব প্রকল্প সমন্বিতভাবে কাজ করছে। এছাড়াও বক্তব্য দেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালকগণ, BCRL প্রকল্পের কম্পোনেন্ট ডিরেক্টর, মসলার উন্নত জাত সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, এবং তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার। তাঁরা বলেন, আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাত ও কৃষক প্রশিক্ষণের সমন্বয়ের মাধ্যমেই কৃষিকে টেকসই ও লাভজনক করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত উপরিচালক, বিভিন্ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, গোদাগাড়ী উপজেলার কৃষি অফিসার মরিয়ম আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোদাগাড়ীর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কৃষকরা বলেন, বেড প্লান্টারের মতো আধুনিক যন্ত্র ব্যবহার করলে শ্রম ও খরচ দুটোই কমে। সরকারের এ সহযোগিতা অব্যাহত থাকলে কৃষিকাজে আমরা আরও আগ্রহী হবে। সবশেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি কৃষকদের সাথে সংলাপ রাজশাহী অঞ্চলের কৃষি উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, পাশাপাশি স্মার্ট ও যান্ত্রিক কৃষির বাস্তবায়ন হবে।
























