
এগ্রিলাইফ প্রতিবেদক:দেশের পোলট্রি খামারগুলোতে কিডনি ক্ষতি, গাউট, আর্থ্রাইটিস ও ধকলজনিত মৃত্যুহার ক্রমেই বাড়ছে, ফলে খামারিরা উৎপাদন হ্রাস ও বাড়তি ব্যয়ের চাপে পড়ছেন। এসব চ্যালেঞ্জের দ্রুত ও কার্যকর সমাধান দিতে Bio Care Agro Ltd বাংলাদেশে নিয়ে এসেছে Venky’s India–এর বিশ্বমানের কিডনি–সাপোর্ট সলিউশন "Avisol"।
বায়োকেয়ার এগ্রো লিমিটেড শুরু থেকেই খামারিদের সচেতনতা বৃদ্ধি, রোগ ব্যবস্থাপনা উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক খামার পরিচালনা নিশ্চিত করা এবং লোকসান কমিয়ে লাভ বাড়ানোর লক্ষ্যে কাজ করে আসছে। Venky’s India–এর মতো বিশ্বমানের ব্র্যান্ডের পণ্য বাংলাদেশে সরবরাহের মাধ্যমে তারা পোলট্রি শিল্পকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। "Avisol" সেই ধারাবাহিকতারই একটি বিশ্বস্ত ও পরীক্ষিত পণ্য যা সঠিক ব্যবহারে কিডনি–জনিত সব ধরনের জটিলতায় অতুলনীয় সাপোর্ট দেয় এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।Avisol মোরগ-মুরগির কিডনি পরিষ্কার রাখে, মূত্রকে অ্যালকালাইন করে ইউরিক অ্যাসিডের ঝুঁকি কমায় এবং কিডনি নালিতে জমে থাকা মিউকাস দ্রুত হ্রাস করে। ধকল, অ্যান্টিবায়োটিক ব্যবহার, পানি কম গ্রহণ বা পরিবেশগত চাপেও "Avisol" তাৎক্ষণিক সাপোর্ট প্রদান করে। এর ভিটামিন B–কমপ্লেক্স, K3 ও C পাখির রোগ–প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দ্রুত রিকভারি নিশ্চিত করে।
অন্যদিকে Visceral ও articular gout, arthritis, ফিড বা পানি ঘাটতি, অ্যান্টিবায়োটিক ইনডিউসড কিডনি ক্ষতি, মাইকোটক্সিন সম্পর্কিত স্ট্রেস ও হিট স্ট্রেস এসব গুরুত্বপূর্ণ ক্ষতিতে "Avisol" প্রমাণিতভাবে কার্যকর। গবেষণাভিত্তিক ও আধুনিক প্রাণিস্বাস্থ্য পণ্য সরবরাহের ধারাবাহিকতায় Bio Care Agro Ltd এর Avisol এখন দেশের খামারিদের জন্য কিডনি কেন্দ্রিক সমস্যার সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হিসেবে খামারীদের পছন্দের তালিকায় দ্রুত উঠে এসেছে।
























