বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২৫-২৬ মেয়াদের জন্য গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৃষি রসায়ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রেজভী আহমেদ জনি।

বাকৃবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. আজিজুর হকের সভাপতিত্বে এবং সংগঠক মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জোনের কেন্দ্রীয় প্রতিনিধি ফুয়াদ হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাকিব উল হাসান। এছাড়াও সংগঠনের সদস্য সচিব পিয়ার হোসেন মাসুম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামসহ প্রায় ৭০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এসময় মো. আজিজুর হক জানান, " আমরা এমন একটি সুন্দর ক্যাম্পাস গঠন করতে চাই, যেখানে কোনো ধরনের অন্যায় বা চাঁদাবাজি থাকবে না। ২৪ এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে যেন কোনো বৈষম্যের ঠাঁই না হয়, সে বিষয়েও আমাদের নজর দিতে হবে। এ লক্ষ্যে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।"

ফুয়াদ উল হাসান জানান, ৫ আগস্টের পর আমরা যে রকম ক্যাম্পাস আশা করেছিলাম, তা পাইনি। আমরা চাই, অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা পুরো দেশে ছড়িয়ে পড়ুক, একটি সুন্দর দেশ গড়ে উঠুক। আর এর জন্য সংগঠিত হওয়া ছাড়া বিকল্প নেই। শিক্ষার্থীদের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে, তবে অবশ্যই রাজনী‌তি সচেতন হ‌তে হ‌বে, যাতে সকল অপকর্ম রুখে দেওয়া যায়।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, "মুসলিম উম্মাহর জন্য নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই নামাজের সুন্নাহসম্মত আদায় নিশ্চিত করতে সুতরার গুরুত্ব অপরিসীম। অনেক সময় মসজিদে পর্যাপ্ত সুতরা না থাকায় মুসল্লিদের অসুবিধার সম্মুখীন হতে হয়। বিষয়টি উপলব্ধি করেই ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে, যাতে মুসল্লিরা আরও একাগ্রচিত্তে ও সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করতে পারেন।"

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শামছুল উদ্দিন লিমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদা সিদ্দিকা।

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের (বাউরিক) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে রেল ক্লিপ চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলগার্ড। শুক্রবার (১৪ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। 

এগ্রিলাইফ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক সফল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান স্মরণে ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়।