নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য

বাকৃবি প্রতিনিধি:টেকসই বৈশ্বিক খাদ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫-এর দ্বিতীয় আসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি দল সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল দুটি হলো ‘অ্যাগ্রো ফেম সেপ্টেট’ ও ‘অ্যাকোয়াফোর’।

গত ৩০ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের ওয়াগেনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ওমনিয়া ভবনে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অ্যাগ্রো ফেম সেপ্টেট তৃতীয় স্থান অর্জন করে ৩ হাজার ৫শ ইউরোর গ্র্যান্ড প্রাইজ লাভ করে। অন্যদিকে, অ্যাকোয়াফোর দর্শকদের ভোটে অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতে নেয় এবং পুরস্কার হিসেবে ৫শ ইউরো অর্জন করে।

আজ বুধবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই প্রতি‌যো‌গিতায় ‘অ্যাগ্রো ফেম সেপ্টেট’ দলের নেতৃত্ব দেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রুবাইয়া বিনতে রেজওয়ানুর পূর্ণা এবং ‘অ্যাকোয়াফোর’ দলের নেতৃত্ব দেন ফুড সেফটি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শবনম ফেরদৌস। এ ছাড়া এই দুই দলের সমন্বয় ও পরামর্শ প্রদান করেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।

নেদারল্যান্ডসের ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ (ড‌ব্লিওইউআর) এবং নেদারল্যান্ডস ফুড পার্টনারশিপ (এনএফ‌পি) যৌথভাবে এ প্রোগ্রামের আয়োজন করে। এ বছর প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল— প্রাকৃতিক প্রতিবেশকে কাজে লাগিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্ভাবনী উপায় খোঁজা।

জানা গে‌ছে, এ বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসব্যাপী এ প্রতিযোগিতায় ৪ মহাদেশের ১২ দেশের ২৪টি শিক্ষার্থী দল অংশগ্রহণ করে। প্রতিটি দলকে নিজ দেশে প্রস্তাবিত ধারণা বাস্তবায়নের জন্য অর্থায়ন প্রদান করা হয়। গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত দলের নেতা ও সমন্বয়কারীদের ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ নেদারল্যান্ডসে আমন্ত্রণ জানায় এবং সকল ব্যয়ভার বহন করে। সেখানে তারা বাস্তবায়িত প্রকল্প উপস্থাপনের সুযোগ পান।

ফাইনালে দলীয় নেতারা আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রকল্প উপস্থাপন করেন। বিভিন্ন ধাপে আই‌ডিয়া উপস্থাপন পর্ব, নয় সদস্যের জুরি বোর্ডের প্রশ্নোত্তর পর্ব এবং আমন্ত্রিত অতিথিদের সামনে চূড়ান্ত প্রেজেন্টেশন। একাধিক মানদণ্ডে মূল্যায়ন ও দর্শক ভোটের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

এই সাফল্যের খবর শুনে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া নেদারল্যান্ডসে অবস্থানরত দলীয় নেতা ও সমন্বয়কারীর সঙ্গে টেলিফোনে কথা বলে তাদের অভিনন্দন জানান।

আয়োজকরা বলেন, “এই প্রতিযোগিতা শুধু পুরস্কার জেতার জন্য নয়, বরং একটি বৈশ্বিক সম্প্রদায় গড়ে তোলার প্রচেষ্টা, যা তরুণদের সৃজনশীলতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই খাদ্য ব্যবস্থা উন্নয়নে ভূমিকা রাখে।”

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অনন্য অর্জন শুধু জাতীয় গৌরবই নয়, বরং বৈশ্বিক টেকসই খাদ্য ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।