জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভ্যাবের শ্রদ্ধাঞ্জলি ও শপথ

এগ্রিলাইফ ডেস্ক: সকল অপশক্তি রুখে দেওয়ার প্রত্যয়ে ভ্যাব পালন করল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারি ডক্টরস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এই সময় উপস্থিত ছিলেন ভ্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুর রহিম, মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ, ডা. মো. মান্নান মিয়া, ডা. মো. তারেক, ডা. মো. নূরী, ডা. মো. মোজাম্মেল খান সোহেল, ডাঃ মোঃ পারভেজ, ডা. নূরে আলম সিদ্দিক, ডা. মো. ইয়ামিন আলী, ডা. মো. ইউনুস আলী, ডা. মো. সাত্তার বেগ, ডা. ইমরান পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভ্যাবের পক্ষ থেকে জানানো হয়, ৭ নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের প্রতীক। এই ঐতিহাসিক দিনে জাতি স্মরণ করে বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সেইসব বীর সৈনিক ও জনতাকে, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন।

ভ্যাবের নেতৃবৃন্দ বলেন, “এই দিনে আমরা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করছি।”

পুষ্পস্তবক অর্পণের পর বিকেল ৩টায় বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ভ্যাবের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।