শাজাহানপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শাজাহানপুরে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। আজ বুধবার বিকেলে উপজেলার গয়নাকুড়ি গ্রামে তিন দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনাল পর্বে বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২১ টি ঘোড়া ও সওয়ারি অংশ নেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে গয়নাকুড়ি গ্রামসহ আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

দৌড় প্রতিযোগিতায় স্থানীয় ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ঘোড়া ও সওয়ারিরা অংশগ্রহণ করেন। শিশু, যুবক ও বয়স্ক সব বয়সী দর্শকরা উৎসাহ ও আনন্দের সঙ্গে ঘোড়া দৌড় উপভোগ করেন। প্রতিযোগিতা চলাকালে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভারঃ আবুল বাশার।

খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন, বিএনপির নেতা এটিএম শহিদুল ইসলাম, বিএনপি নেতা আবু বক্কর, এনামুল হক স্বপন,আবুল কাশেম,সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা রাজেক আলী,তোতা মেম্বার, আড়িয়া ইউপি প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঘোড় দৌড় খেলা পরিচালনা করেন মুঞ্জুরুল হক ও নূরুল আলম।

প্রধান অতিথি বক্তব্য আবুল বাশার বলেন,"এ ধরনের আয়োজন আমাদের গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুধু বিনোদন নয়, এটি গ্রামীণ সমাজে আনন্দ ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"