এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর ৪৫ তম নিয়মিত সভা ও ইফতার এবং দোয়া শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজ শিক্ষক লাউঞ্জে আজ ২৩ শে মার্চ বিকেল ৫.০০ (পাঁচটায়) অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট ডঃ মো. হেমায়েতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে তেলাওয়াতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ইন্টারেক্ট মুহাম্মদ আহনাফ হাসান এবং প্রঠারি প্রত্যয় পাঠ করেন প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান মিজানুর রহমান।
মাহে রমজানের আলোচনা এবং আগামী ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন রোটারিয়ান চাটার প্রেসিডেন্ট হাসিবুল হাসান, প্রেসিডেন্ট ইলেক্ট শিউলি হাসান, ড. গোলাম মাওলা, ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল হক, মোহাম্মদ রাজিউর রহমান, ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান, সেক্রেটারি ইলেকট্র আতিকুর রহমান, মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শায়খ।
এছাড়া অন্যান্য ক্লাবের সদস্যবৃন্দ বক্তারা বলেন, রমজান একটি ত্যাগের মাস, সংযমের মাস- যা আমাদেরকে একেবারে সমাজের খেটে খাওয়া মানুষ, অভুক্ত মানুষ সহ পিছিয়ে পড়া সকলের কষ্ট অনুধাবন করা শেখায়। কাজেই আমরা রমজানে যে শিক্ষা অর্জন করছি, এই শিক্ষা যেন সমাজের প্রতিটি স্তরে সারা বছরব্যাপী মনে রেখে কাজ করতে পারি মহান রব্বুল আলামীন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন ।
পরিশেষে মোনাজাত পরিচালনা করেন ক্লাব প্রেসিডেন্ট যেখানে ক্লাবের সকল সদস্যর জীবিত ও মৃত আত্মীয়-স্বজনদের মাগফিরাত, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপনী করা হয়।