বিশ্বের অনেক দেশ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম আমদানী করতে আগ্রহী

কৃষিবিদ মো: শরিফুল ইসলাম: কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ, এমপি বলেছেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম সবচেয়ে সুস্বাদু ও ভাল। এ আম বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে আমদানী করতে আগ্রহী। এজন্য সরকার রাজশাহীর আম রপ্তানির জন্য উদ্যোগ গ্রহন করেছে।

আজ ১৭মে শুক্রবার কৃষিমন্ত্রী রাজশাহীতে সরকারি এক সফরে আগমন করেন এবং চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। ফসল উৎপাদনের জন্য যে আধুনিক ও কৌশলগত জ্ঞান প্রয়োজন এবং আধুনিক কৌশলগত জ্ঞান দ্রুত কৃষকদের মাঝে ছড়াতে হবে। সেই সাথে তিনি দেশের কৃষি বিজ্ঞানীদের প্রশংসা করেন।

কৃষি মন্ত্রী বলেন, রাজশাহীতে রফতানী যোগ্য আম উৎপাদন প্রকল্প বাস্তবায়ন চলছে। এবছর জেলায় প্রায় ৩০০ জন কৃষককে প্রদর্শনী প্রদান করা হয়েছে । ফল ও সবজি প্যাকিং ও গ্রেডিং সেড তৈরির কাজ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে চলমান রয়েছে। জাপানে আম রপ্তানির জন্য ভ্যাপার হিট ট্রিটমেন্ট রাজশাহীতে স্থাপনের পরিকল্পনা করা হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আম আমদানির জন্য চীনের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। পরিদর্শনে সাধারন বাগান অতিঘন পদ্ধতির বাগানের পার্থক্য তুলে ধরেন এছাড়া মাটিছাড়া চাষ ও ভার্টিক্যাল ফার্মিং, ই-ফারমিংএ এখন বেশি গুরুত্ব দিতে হবে বলে । তিনি সাংবাদিকদের বলেন, কৃষি পণ্য যাতে সিন্ডিকেটের হাতে না যায় সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

বোরো ধানের জমিতে পর্য়ায়ক্রমিক পানি সেচ ও শুকানোর (AWD) পদ্ধতির পার্টনার প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিজনগর গ্রামে কৃষক মো: সাব্বির হোসেনের জমিতে কৃষি মন্ত্রী ১১০ বিঘা ব্রি ধান১০২ জাতের ধানের প্রদর্শনী পরিদর্শন করেন।

তিনি, সোনাদীঘী গ্রামের কৃষক মো: মোশারফ হোসেনের রাতুন ফারমার্স হাব মাটিবিহীন চারা উৎপাদন ই-ফারমিং, ভার্মি কম্পোস্ট, বসতবাড়ি বাগান পরিদর্শন করেন। এরপর কুমরপুর গ্রামে আম চাষি মো: ইসমাইল হোসেনের অতিঘন পদ্ধতির বারি-৪, আম্রপালি জাতের আমের বাগান পরিদর্শন করেন এবং আম চাষি ও বোরো ধান চাষি, উদ্যোক্তা, প্রদর্শনীর কৃষক ও অপারেটরের সাথে মতবিনিময় করেন।

এসব কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময়ে কৃষি মন্ত্রির সাথে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্বব্যাংকের প্রোগ্রাম ম্যানেজার মাইকেল জন ওয়েবস্টের ও কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জু-উন নাহার চৌধুরী, গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ।

পরে বিকালে ৩টায় কৃষি মন্ত্রণালয়ের রাজশাহী অঞ্চলের আওতাধীন দপ্তর সংস্থা, কৃষি ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি- বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের উপস্থিতিতে ‘Workshop On: Water-Efficient Futures: Scaling Agricultural Interventions in The Water-Scarce Barind Region ’বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিনলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতি:সচিব) ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিশ্বব্যাংকের প্রোগ্রাম ম্যানেজার মাইকেল জন ওয়েবস্টের ও কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জু-উন নাহার চৌধুরী এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা । উক্ত বিষয় ছাড়াও কৃষির সমসাময়িক নানান বিষয়ে আলোচনা হয়।