ডুমুরিয়ার রংপুর ইউনিয়নের ঠাকুরজি মহাশম্মান খাল পুনঃখনন উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম:"পানি" ফসল ও মাছ উৎপাদনের জন্য আবশ্যকীয় উপাদান। তাই সলিডারিডাডের পরিকল্পনা মোতাবেক ডুমুরিয়ার রংপুর ইউনিয়নের ঠাকুরজি মহাশম্মান খালটির খনন কাজ সফলভাবে শেষ করতে হবে।

আজ মঙ্গলবার (২১ মে) ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ১২ নং রংপুর ইউনিয়নের আওতায় ঠাকুরজি মহাশশ্মান সংশ্লিষ্ট খাল পুনঃখনন উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। কৃষি ও মৎস্য উন্নয়নে সলিডারিডাডকে আরও খাল পুনঃখননের আওতায় আনার জন্য তিনি অনুরোধ করেন প্রধান অতিথি।

১২ নং রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। কৃষিবিদ আমিন বলেন, খালটি পুনঃখনন হলে প্রায় ৭০০ হেক্টর জমির জলাবদ্ধতা নিরসন হবে এবং বোরো মৌসুমে ধান আবাদ করা যাবে। তিনি আরও বলেন, খালটি পুনঃখনন হলে ধান, সবজি ও মাছ থেকে জমির মালিকরা প্রায় ১০ কোটি টাকা আয় করতে পারবেন।

সলিডারিডাড নেট এশিয়া খুলনার প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নূরুল ইসলাম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কি ফল পাওয়া যাবে তার উপর আলেচনা করেন। ইউপি চেয়ারম্যন সমরেশ বলেন, খালটি খনন করা খুবই জরুরী। তিনি রংপুর ইউনিয়নের অন্যান্য ভরাট খাল দখলমুক্ত ও পুনঃখনন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। ঠাকুজি মাইক্রো ওয়াটারশেডের কোষাধ্যক্ষ বিধান বাগচি হাতে তৈরি ম্যাপ দেখিয়ে খালটি পুনঃখননের গুরুত্ব সভায় আলোচনা করেন। সলিডারিডাডের প্রজেক্ট অফিসার কৃষিবিদ ধীমান গাইন ও উত্তরণের ওয়াটার ক্লাস্টার অফিসার শুক্লা মন্ডল সুত্রে জানা যায়, খালটি খনন সম্পন্ন হলে ১৯১৯ কৃষি পরিবারের ৯৫৯৫ জন কৃষক সরাসরি উপকৃত হবেন। ধান, সবজি ও মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

অন্যান্যের মধ্যে উত্তরণ এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, সলিডারিডাড নেট এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর অপর্ণা মন্ডল, রাজিব চৌধুরী, সৈয়দ ইমরান, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সলিডারিডাড নেট এশিয়া ও সহযোগী বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ এর উদ্যোগে ১২০০ মিটার দৈর্ঘ্যরে ঠাকুরজি মহাশশ্মান খালটি পুনঃখনন করা হচ্ছে। ক্লাইমেট স্মার্ট কৃষি ও পানি সাশ্রয়ী প্রযুক্তি অনুসরণ করে কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নের জন্য খালটি স্থানীয় পানি ব্যবহারকারী দলের সদস্যদের অংশগ্রহণে পুনঃখনন করা হবে।