"বুষ্টিভো" শক্তিশালী বাছুর গঠনে আপনার আস্থার সঙ্গী

এগ্রিলাইফ প্রতিবেদক: সদ্য প্রসূত বাছুরের জন্য এনার্জি বুস্টার ‘বুষ্টিভো’ স্বাস্থ্যবান বাছুর গঠনে আধুনিক সমাধান। সদ্য প্রসূত সাধারণত দুর্বল, ছোট কিংবা কম ওজনের হয়ে থাকে তাই বাছুরের সুস্থ ও শক্তিশালী বিকাশে অত্যন্ত কার্যকর একটি পুষ্টিসামগ্রী হিসেবে বাজারে এসেছে ‘বুষ্টিভো’। একটি আধুনিক এনার্জি বুস্টার, যা প্রস্তুত করেছে নিউ বর্ন এনিম্যাল কেয়ার, ফ্রান্স আর বাজারজাত করছে বেঙ্গল ওভারসিজ লিমিটেড।

বুষ্টিভো-তে রয়েছে মিডিয়াম চেইন ফ্যাটি এসিড (MCFA), গ্লুকোজ, শালদুধ (Colostrum),ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া (SF68), বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন (A, D₃, B₁, B₂, B₆, B₁₂, B₃, C),হার্বাল টনিক, আয়রন (সালফেট ফর্ম)এবং একটি মিষ্টি স্বাদযুক্ত ফ্লেভার।

এই উপাদানসমূহ সদ্য প্রসূত বাছুরের জন্য তাৎক্ষণিক এনার্জি সরবরাহ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাছুরকে দ্রুত শালদুধ গ্রহণে উৎসাহিত করে। এতে ই.কলাই, সালমোনেলা ও অন্যান্য ক্ষতিকর জীবাণুজনিত ডায়েরিয়া (Calf Scour) প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে।

ব্যবহারের নির্দেশনাঃ
জন্মের পর যত দ্রুত সম্ভব বাছুরের মুখের ভিতর, জিহ্বার পশ্চাৎভাগে ১৫ মিলি বুষ্টিভো প্রয়োগ করতে হবে। ৫ ঘণ্টা পর পুনরায় ১৫ মিলি খাওয়াতে হবে এবং প্রয়োজনে ২য় দিনও একই মাত্রায় খাওয়ানো যেতে পারে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে এম আলমগীর জানান, বাছুরের সুস্থ্য ও টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতিটি অঞ্চলে নিরবচ্ছিন্নভাবে বুষ্টিভো সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

মার্কেটিং ম্যানেজার ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান বলেন, "নবজাত বাছুরের যত্নে এটি একটি অত্যন্ত কার্যকর প্রোডাক্ট। প্রান্তিক খামারিরাও যাতে সহজেই পণ্যটি ব্যবহার করতে পারেন, সে দিকটাও আমরা নিশ্চিত করছি।"