এগ্রিলাইফ২৪ ডটকম: রাজশাহী বিশ্ববিদ্যালয় (আরইউ) শাহ মখদুম (এসএম) হল প্রভোস্ট অফিসে আজ, ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে সকাল ১১:৩০টায় এসএম হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহানের যোগদানের উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ফ্যাকাল্টির প্রতিষ্ঠাতা ডিন এবং বিএলএস-এর সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার; ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও বিএলএস-এর সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ; ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিভাগের ডেপুটি চিফ ভেটেরিনারিয়ান এবং বিএলএস-এর সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ; বিএলএস-এর সদস্য মো. জাহিদ বাবু এবং এসএম হলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার হলের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ তার দায়িত্বের মধ্যে হলের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং অতিথিদের প্রতি তার অতিথিপরায়ণতার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।