জিবিপিএস এর ৫ম কার্যনির্বাহী পরিষদ

জনি শিকদার, গবি প্রতিনিধি: গঠিত হয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আলোকচিত্রীদের সংগঠন ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) ৫ম কার্যনির্বাহী পরিষদ। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রানিম এবং সাধারণ সম্পাদক বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী হাদিসুর রহমান তাওহীদ।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জিবিপিএস কার্যালয়ে এক বছর মেয়াদী কমিটি ঘোষনা করেন ৪র্থ কার্যনির্বাহী কমিটির সাধারণ-সম্পাদক নুসরাত তাহসিন রাত্রী।

১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের বাকি সদস্যরা; সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল মুক্তাদির সাইমুম, অর্থ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক অনন্যা ইসলাম আনিকা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরমান হাসান।

কার্যনির্বাহী সদস্য খালিদ হাসান, মারুফ ইবনে আব্দুল্লাহ, রাইসুল ইসলাম, মোঃ সামিউল ইসলাম রাব্বি, ফারুক বাদশা, মাকসুদুল আলম এবং অপর্ণা কর্মকার।

লিড মেন্টরের দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি মো. রোমন হোসাইন এবং সাধারণ সম্পাদক নুসরাত তাহসিন রাত্রী। সভায় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নুসরাত তাহসিন রাত্রী এবং শিক্ষক উপদেষ্টা এনিমেল প্রোডাকশন বিভাগের বিভাগীয় প্রধান এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রভাষক ডা. মো. রুকনুজ্জামান।