নাহিদ বিন রফিক (বরিশাল): মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এগ্রিকালচারিস্ট্' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) বরিশাল চ্যাপ্টারের নেতৃবৃন্দ। এ উপলক্ষে ভোর ছয়টায় তারা শহীদদের বেদীতে পুষ্প অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাবের নেতা মো. মুরাদুল হাসান, চঞ্চল কুমার মিস্ত্রী, মোসাম্মৎ মরিয়ম, মো. হাসিব মাহমুদ তুষার, মোহাম্মদ লোকমান হোসেন মিঠু, আব্দুল্লাহ আল কাইয়ুম, মুসা ইবনে সাঈদ প্রমুখ।
এসময় এ্যাব) বরিশাল চ্যাপ্টারের নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ খ্রিস্টাব্দে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দিনই আমরা পরাধীন মুক্ত হয়েছিলাম। পেয়েছিলাম একটি দেশ, একটি মানচিত্র আর একটি লাল সবুজের পতাকা। এই অসাধ্য অর্জন আমাদের পাইয়ে দিয়েছিলেন বীর শহীদেরা। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন।