বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে ৫৩তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমবেত প্যারেডের সালাম গ্রহণ করেন।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল অর্পণ করেন উপাচার্য। এরপর ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকসহ বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খেলাধুলার আয়োজন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।