নাহিদ বিন রফিক (বরিশাল) মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশের (কেআইবি) বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ । আজ ভোর ছয়টায় শহীদদের বেদীতে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, সংগঠনের সভাপতি মো. মুরাদুল হাসান, সাধারণ সম্পাদক ডা. নুরুল আলম, মোসাম্মৎ মরিয়ম, জাকির হোসেন তালুকদার, মো. শাহাদাত হোসেন, মো. রেজাউল হাসান, মুসা ইবনে সাঈদ, হাসিব মাহমুদ তুষার, লোকমান হোসেন মিঠু প্রমুখ।
১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দিনে আমরা পরাধীন মুক্ত হয়েছিলাম। এই অসাধ্য অর্জন পেয়েছিলাম শহীদদের জীবনের বিনিময়ে। তাই আল্লাহ যেন তাদের বেহেস্ত নসিব করুন।