এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন হয়। এদিন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দৌড়, নির্দিষ্ট ওভারের প্রীতি ক্রিকেট ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ উদ্বোধনকালে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করে শরীর সুস্থ্ রাখার জন্য আহবান জানান। তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল।
কৃষিবিদ মোছাঃ রীনা খাতুনের সভাপতিত্বে খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচে ৮ম ও ২য় পর্ব একাদশ জয়লাভ করে। ইনস্টিটিউটের সিনিয়র প্রশিক্ষক কৃষিবিদ মেহেদী হাসান খান, কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, কৃষিবিদ স্নিগ্ধা শারমিন ও কৃষিবিদ জেসমিন ফেরদৌস প্রমুখ ক্রীড়া পরিচালনা করেন।
সূর্যোদয়ের সাথে সাথে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, খুলনা জেলা শাখার উদ্যোগে সাধারণ সম্পাদক কৃষিবিদ অরুন কান্তি মন্ডল এর নেতৃত্বে খুলনার গল্লামারী শহীদ স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, আঞ্চলিক বীজ প্রত্যয়ণ অফিসার কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা, কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদার, কৃষিবিদ কাজী জাহায্গীর হোসেন, কৃষিবিদ ডাঃ মোঃ শরিফুল ইসলাম, কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন, কৃষিবিদ ডাঃ এবিএম জাকির হোসেন, কৃষিবিদ মহাদেব সানা, কৃষিবিদ সঞ্জয় দাস, কৃষিবিদ ড. রুবায়েত আরা, কৃষিবিদ মিজান মাহমুদ, কৃষিবিদ আব্দুস সামাদ, কৃষিবিদ সুবীর বিশ্বাস, কৃষিবিদ রবিউল ইসলাম, কৃষিবিদ ফরাহ দীবা সামস প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সী, এগ্রিকারচারিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাব) ও বিসিএস (কৃষি) এসোসিয়েশন, খুলনা শাখার কর্মকর্তা, কর্মচারী ও নেতৃবৃন্দও শহীদ স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করে।
অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের সভাকক্ষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অঞ্চল ও জেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।