বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলা সমিতির ১শ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি গঠিত হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আওয়াল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের খালিদ হাসান।
শুক্রবার (৩ জানুয়ারি) খালিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও কমিটির সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন, ডেপুটি কন্ট্রোলার কৃষিবিদ মোঃ সারোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ফরহাদুল ইসলাম মানিক।
কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. খালিদ মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদের আতিকুর রহমান আতিক, পশুপালন অনুষদের সোলায়মান বাদশাহ সানি, মাৎস্যবিজ্ঞান অনুষদের মোঃ শরিফুল ইসলাম সৌরভ, মোঃ আব্দুর রাহিম ও আতিয়া আনজুম দীনা, পশু পালন অনুষদের সাব্বির হোসাইন, কৃষি অনুষদের হাসান যান, রাকিবুল হাসান সনেট ও হালিমা তুস সাদিয়া, ভেটেরিনারি অনুষদের অমিত তরফদার ও মাহাদি হাসান।
সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন কৃষি অনুষদের আনিকা তাবাস্সুম খান, জান্নাতুল ইসলাম জ্যোতি, রাইসুল ইসলাম রাসেল ও তাসমি উপমা জুঁই, মাৎস্য বিজ্ঞান অনুষদের রোমান রহমান, পশুপালন অনুষদের উম্মে সায়মা উষা, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের তানভির।
এছাড়াও কমিটির বিভিন্ন পদে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা রয়েছেন ।