বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় হলের কমন রুমে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় ৫০-এর অধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং উপহারসামগ্রী প্রদান করা হয়।
জানা যায়, পূর্বে নবীন শিক্ষার্থীদের হলের গণরুমে থাকতে হতো। তবে বর্তমান প্রেক্ষাপটে হলের প্রতিটি শিক্ষার্থী নিজস্ব কক্ষে থাকার সুযোগ পাচ্ছেন। এই পরিবর্তন হলের সিনিয়র শিক্ষার্থীদের সহযোগিতায় সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান ।
নবীনবরণ অনুষ্ঠানে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খানের সভাপতিত্বে এবং হাউস টিউটর আরিফ খান পাঠানস সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোমেটিওরোলজি বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আনিছুর রহমান মজুমদার এবং উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদসহ হলের শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী সাকিব হোসাইন বলেন, “আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। বাকৃবির মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। শুরুতে ধারণা ছিল হলে র্যাগিং হয় এবং পড়াশোনায় সমস্যা হয়। কিন্তু এখানে এসে তার উল্টোটা দেখেছি। বড় ভাইদের আচরণ অত্যন্ত সহযোগিতাপূর্ণ। যেকোনো সমস্যায় তারা পাশে থাকছেন। আশা করি, ভবিষ্যতেও তাদের দিকনির্দেশনা পাব।”