এগ্রিলাইফ২৪ ডটকম: "বি.এল.এস-এর পতাকা তলে আসবে সবাই দলে দলে, থাকবে না কেউ বেকার।" এই স্লোগানকে সামনে রেখে বি.এল.এস দিবস ২০২৫ উদযাপন (অনলাইন প্ল্যাটফর্মে) মাসব্যাপী কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, সম্পাদক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বি.এল.এস)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, সভাপতি, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি, ড. মো. জহিরুল ইসলাম, যুগ্ম সচিব, বাংলাদেশ সরকার, প্রফেসর ড. জসিম উদ্দিন, ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড. মো. আজিজুর রহমান, অধ্যাপক, রাজশাহী সিটি কলেজ, ডা. মো. মতিউর রহমান, ব্র্যাক, ডা. আল হেলাল মন্ডল, ব্র্যাক, নয়ন, রাজশাহী, মজিবুর রহমান, কুষ্টিয়া, এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথি, সদস্য ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এবং প্রযুক্তিগত উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন যে, বি.এল.এস দিবস ২০২৫ প্রাণিসম্পদ খাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এবং তিনি সকলকে সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।