মানবিক দিক বিবেচনায় বাকৃ‌বিতে ভ‌র্তির সুযোগ পেলেন ৩ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি: বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ্যাল‌য়ের (বাকৃ‌বি) ২০২৩-২৪ ব‌র্ষের ভ‌র্তি কার্যক্রম সম্পূর্ণ না ক‌রেই মান‌বিক বি‌বেচনায় ভ‌র্তি হ‌য়ে‌ছেন তিনজন‌ শিক্ষার্থী।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে মানবিক দিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই তিন শিক্ষার্থীকে ভর্তি হয়ে ক্লাস করার অনুমতি দেয়। বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

জানা যায়, বাকৃবি‌তে ভ‌র্তির সু‌যোগপ্রাপ্ত ওই শিক্ষার্থীরা নিজেদের ভুলে ভর্তির কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা না দিয়ে বা‌ড়ি‌তে চলে আ‌সেন। পরে বিষয়টি বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলামের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে কিছুদিন সময় নেয় প্রশাসন। ওই শিক্ষার্থীরা হ‌চ্ছেন মোছা. শিলা আক্তার শম্পা, রুবায়েত শারমিন আফিফা ও নওশীন তাসনিম শশী।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, ওই শিক্ষার্থীরা ৭৫ শতাংশ ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ করেছিল । কিন্তু নিজেদের একটু বোঝার ভুলের কারণে পরিপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয় না। ফলে তাদের ভর্তি বাতিল হয়ে যায়। যেহেতু তারা মেরিটে নিজের যোগ্যতা দিয়েই চান্স পেয়েছিল তাই আমরা চিন্তা করলাম যে শিক্ষার্থীদের একটু বোঝার ভুলের কারণে নিজেদের জীবন শেষ হয়ে যাবে। এজন্য আমরা ভর্তি কার্যক্রম নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয় সিভাসুর ভিসি স্যারের সাথে যোগাযোগ করি এবং আমাদের এড হক মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিই। তারা যেহেতু মেরিটে চান্স পেয়েই বিশ্ববিদ্যালয় ভর্তি সুযোগ পেয়েছিল এবং একটু বোঝার ভুলের কারণে তাদের জীবন শেষ হয়ে যাবে তাই তাদেরকে বিশেষ বিবেচনায় ভর্তি ও ক্লাসের সুযোগ দিয়েছি।