ডঃ মোহাম্মদ তোফাজ্জল হোসেন: রূপগজ্ঞ অফিসার্স এসোসিয়েশন এর বার্ষিক মিলনমেলা পিকনিক, কর্মকর্তাদের সংবর্ধনা ও সাধারণ সভা গত ১১ জানুয়ারি পূর্বাচল সী শেল পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মিলনমেলায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রায় দু শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রোয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার নির্বাচিত হওয়ায় রূপগঞ্জ অফিসার্স এসোসিয়েশন তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করেন। পাশাপাশি পদোন্নতিপ্রাপ্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী ওয়াহিদুল ইসলামসহ সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৯ জন কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়।
উক্ত সভায় অধ্যক্ষ শহিদউল্লাহ ভূইয়া-কে সভাপতি এবং অধ্যাপক ডা. ইকবাল কবীর-কে সাধারণ সম্পাদক হিসেবে ২০২৫'র জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি জনাব নুরুজ্জামান খান রূপগন্জে রোয়ার নিজস্ব অফিস স্থাপনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন। মনোজ্ঞ পুরস্কার বিতরন ও পিঠা উৎসবের মধ্যদিয়ে দিনব্যাপী মিলনমেলা শেষ হয়।
উল্লেখ্য, রূপগন্জের স্থায়ী বাসিন্দা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১০ম গ্রেডের উপরের কর্মকর্তাদের নিয়ে রূপগঞ্জের স্থানীয় জনগণের উন্নয়নে ২০১৭ সাল থেকে রূপগঞ্জ অফিসার্স এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। এই রোয়া রূপগঞ্জের জনমানুষের নানামুখী কল্যাণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাবেন বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।